কোন নামাজে কয় রাকাত সুন্নত নামাজ পরতে হয়,
*মুয়াজ্জিনের আযান শেষ করার সঙ্গে সঙ্গে রাসুলুল্লাহ সাঃ দাঁড়িয়ে যেতেন এবং সুবেসাদিকের পর ফজরের দুই রাকাত সালাত আদায় করতেন তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ুন এবং ইকামতের জন্য মুয়াজ্জিন তার কাছে না আসা পর্যন্ত শুয়ে থাকতেন( হাদিস- বুখারী 596/ তিরমিজি 420)
*মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নত কখন ছাড়তেন না (হাদিস-বুখারী 1106)
ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার সকল কিছুর চেয়ে উত্তম (হাদিস-মুসলিম 1558/ তিরমিজি 416)
যোহরের ফরয সালাতের আগে দুই রাকাত সুন্নত /নফল সালাত
যোহরের ফরজ সালাতের আগে সুন্নত / নফল সালাতের রাকাত সংখ্যা সম্পর্কে দুই প্রকার বর্ণনা পাওয়া যায় আবদুল্লাহ ইবনে উমর রা এর বর্ণনা হতে জানা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু (সঃ) যোহরের দুই রাকাত সুন্নত / নফল পড়তেন অপরদিকে আয়িশা এবং উম্মে হাবিবা (রাঃ) বর্ণনা হতে জানা যায় চার রাকাত সুন্নত /নফল পড়তেন হয়তো তিনি কখনো দুই রাকাত এবং কখনো চার রাকাত সুন্নত / নফল পড়তেন দুইটি বর্ণনাই সহীহ,,
আসরের সুন্নত নফল সালাত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
প্রতাক আযান ও ইকামতের মধ্যে সালাত রয়েছে (বুখারী ৫৯৪)
আসরের ফারজ সালাতের পূর্বে চার রাক আত সুন্নত নামাজ আদায় করা যায় (তিরমিজি ৪২৯)
মাগরিবের সুন্নত নফল আব্দুল্লাহ আল মুযানীনী (রাঃ) বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাগরিবের ফরজের আগে সুন্নত নফল আদায় করবে একথাটির তিনি তিনবার বলেন তৃতীয়বার তিনি যার ইচ্ছা হয় লোকেরা একে নিয়ম তান্ত্রিক সুন্নতের মজা করতে পারেন এ আশঙ্কায় তিনি যার ইচ্ছে করলে শিথিল করে দিলেন (বুখারি 1107)
এশার সুন্নত নফল সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার ফ্রম সালাতের পর দুই রাকাত সুন্নত আদায় করতেন (বুখারী 885 তিরমিজি 433)
এশার ফরজ সালাতের পূর্বেও দুই রাকাত সুন্নত সালাত আদায় করা যায় (বুখারী 594)
No comments:
Post a Comment