Monday, 17 August 2020

ঈসা( আঃ) দেখতে কেমন হবে

 । ঈসা আ. এর দৈহিক গঠন  বিষয়টি সুস্পষ্ট করার জন্য নবী করীম সা. ঈসা নবীর দৈহিক গঠন পর্যন্ত বর্ণনা করেছেনঃ  •


 স্বাভাবিক দেহগঠন। না খাট, না লম্বা। •

 শুভ্র ও রক্তিম মাঝামাঝি বর্ণ। • সুপরিসর বক্ষদেশ। • স্বাভাবিক ও কোমল কেশ।

 অবতরণকালে চুল থেকে পানি টপকাচ্ছে।  মনে হবে, অথচ মাথা সম্পূর্ণ অসিক্ত। 

১ ঈসা আ. -প্রখ্যাত সাহাবী উরওয়া বিন মাসউদ রা. সদৃশ হবেন।  


|  


আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সা. বলেন- “

আমি মেরাজের রাত্রিতে মূসা এবং ঈসার সাথে সাক্ষাত করেছি। 

একপর্যায়ে ঈসা আ.-এর দৈহিক বিবরণ দিতে গিয়ে বলেন- “স্বাভাবিক দেহ। শুভ্র ও রক্তিম মাঝামাঝি বর্ণ। (চুল) 

দেখে মনে হচ্ছিল, সদ্যই তিনি গােসল সেরে এসেছেন।” (বুখারী- মুসলিম)  

ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, নবী করীম সা. বলেন- “

আমি ঈসা, মূসা এবং ইবরাহীম আ.কে দেখেছি। তন্মধ্যে ঈসা হচ্ছেন কিছুটা রক্তিম বর্ণের। স্বাভাবিক চুল। প্রশস্ত বক্ষদেশ.....।” (বুখারী)  

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, 

নবী করীম সা. বলেন- “মেরাজ থেকে প্রত্যাগত হওয়ার পর নিজেকে আমি হজরে আসওয়াদের নিকটে আবিষ্কার করলাম। কুরায়েশ আমাকে ভ্রমণের খুঁটিনাটি জিজ্ঞেস করছিল। 

এক পর্যায়ে তারা বায়তুল মাকদিসের গুণ-প্রকৃতি জিজ্ঞেস করলে আমি প্রচণ্ড ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি। 

অতঃপর আল্লাহ বায়তুল মাকদিসকে আমার চোখের সামনে ভাসিয়ে দেন। ফলে নিমিষেই তাদের সকলের প্রশ্নের উত্তর দিতে থাকি। 

সেখানে আমি অনেক নবীদেরকে দেখেছিলাম। মূসাকে নামায পড়তে দেখেছিলাম, হালকা দেহগঠন ও স্বাভাবিক কেশ। শানুআ গােত্রীয় লােকদের মত দেখাচ্ছিল।

 ঈসা বিন মারিয়াম নামায পড়ছিলেন, উরওয়া বিন মাসউদের মত আ.-ও সেখানে নামায পড়ছিলেন, ঠিক তােমাদের সাথী

 (স্বয়ং   মত। এমন সময় জামাতের সময় হলে আমি নামাযের ইমামতি করলাম নামায

No comments:

Post a Comment

ছোট ছোট আমল যা ১ মিনিটেই করা যায়

 ]_এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন_[] প্রশ্নঃ- আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী যে স...