Sunday, 16 August 2020

আসেন জেনে নিই ফরজ নামাজের ৬ টি ফজিলত

 ◼ ফজর নামাজের ৬টি ফজিলত:-


✔ হাদিস নংঃ-০১

⭕ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-


"ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কারন রাসূল (সাঃ) বলেন "মুনাফিকের জন্য ফজর সালাত আদায় করা কষ্টকর" হাদিস বুখারী  -৬৫৭ / মুসলিম -৬৬১] 


✔ হাদিস নংঃ-০২

⭕ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-


"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে,সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহ তা'য়ালা ঐ ব্যক্তির দায়িত্ব নিয়া নেন।"  [তিরমিজি-২১৮৪] 

✔ হাদিস নংঃ-০৩

⭕ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-


"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহ তা'য়ালা তার আমল নামায় সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন![সহিহ মুসলিম-১০৯৬] 


✔ হাদিস নংঃ-০৪

⭕ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-


"যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহ তা'য়ালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।"

[আবু দাউদ -৪৯৪]

✔ হাদিস নংঃ-০৫

⭕ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-


"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে,এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।"

[বুখারী -৫৭৩] 

✔ হাদিস নংঃ-০৬

⭕ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-


"ফজরের দু'রাকাত সুন্নাত সালাত,দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে 

[সহিহ মুসলিম-১২৪০]

"আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে উপরোক্ত হাদিসগুলো বুঝার সক্ষমতা দান করুন,আমিন!

No comments:

Post a Comment

ছোট ছোট আমল যা ১ মিনিটেই করা যায়

 ]_এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন_[] প্রশ্নঃ- আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী যে স...