Monday, 17 August 2020

ইসা ( আঃ) এর জন্ম

 ঈসা আ.-এর জন্ম 

 আল্লাহ পাক বলেন- “প্রসব বেদনা তাঁকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতে বাধ্য করল।

 তিনি বললেন- হায়, আমি যদি কোনরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম! 

অতঃপর (শিশু নিম্নদিক থেকে আওয়াজ দিলেন যে, আপনি দুঃখ করবেন নপ্রিম বেদনা তাঁকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতেবাধ্য করল। তিনি বললেন- 

হায়, আমি যদি কোনরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম! অতঃপর!

 আপনার পালনকর্তা আপনার পায়ের তলায় একটি নহর জারি করেছেন! আপনি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দিন!

 তা থেকে আপনার উপর সুপক্ক খেজুর পতিত হবে। সেখান থেকে আহার করুন! পান করুন।

 এবং চক্ষু শীতল করুন! যদি মানুষের মধ্যে কাউকে দেখতে পান, তবে বলে দিবেন যে, আমি আল্লাহর উদ্দেশ্যে রােযা মানত করেছি। 

সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথা বলব না।

 অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বললঃ হে মরিয়ম! তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ!

 হে হারুন- ভাগিনী, তােমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তােমার মাতা-ও ছিল না ব্যভিচারিণী!” (সূরা মারিয়াম ২২-২৮)  


No comments:

Post a Comment

ছোট ছোট আমল যা ১ মিনিটেই করা যায়

 ]_এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন_[] প্রশ্নঃ- আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী যে স...