ইমরান বিন হোসাইন রাঃ থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলে আদম আলাই সাল্লাম থেকে থেকে কেয়ামত অব্দি দাজ্জালের ফেতনা অপেক্ষাকৃত বৃহৎ- সুপরিসর ফেতনা আর দ্বিতীয় টি হবে না
ইবনে ওমর রাজেলা তাকে বর্ণিত তিনি বলেন একজন নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম মানুষের মাঝে ভাষণ দিতে দাঁড়ালেন প্রথমে আল্লাহর যথাযথ প্রসংশা করলে অন্তত কিছু আলোচনা করতে গিয়ে বললেন আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছে সবাই এ সম্পর্ক করেছে আমিও তোমাদের সতর্ক করছি যাতে তোমরা দারজালের সম্পর্কে তোমাদের এমন তথ্য দিচ্ছি যা ইতিপূর্বে কোন নবী দেইনিমনে রেখো দারজাল কানা হবে কিন্তু আল্লাহপাক কানা নন
নবীকরণ শুনেছিলাম আরো বলেন তার জল ছাড়া আরও একটি বিষয় আমি তোমাদের ওপর প্রতি সংকৃত তবে।
দারজাল যদি আমার বর্তমানে বের হয় তবে তোমাদের হয় আমি তার মোকাবেলা করবো আমার পর যদি বের হয়।
তবে প্রতিটি মুমিন নিজেই তার মোকাবেলা করবে প্রতিটি মুমিনদের জন্য আল্লাহকে আমি প্রতিনিধি বানিয়ে গেলাম।
দারজালের প্রকাশ স্থল***
আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন
নিশ্চয় দারজাল প্রাচ্যের এলাকা থেকে আত্মপ্রকাশ করবে স্থুল বর্ম চেহারায় কিছু প্রজাতির তার অনুসারী হবে
(তিরমিজি)
দারজালের প্রাথমিক প্রকাশ ও প্রসিদ্ধ আল্লাহ ভাল জানেন সাম ইরাকের মধ্যবর্তী কোন স্থান থেকে হবে না
নবী করীম সাল্লাহু সালাম বলেন সে দাজ্জাল এবং ইরাকের মধ্যে এক সড়ক থেকে আত্মপ্রকাশ করবে।
No comments:
Post a Comment