ইহুদী নারীদের ৭ বৌশৃষ্ট,,
১-টাকা পয়সা শুধু আমার জন্য খরচ করবা তোমার বাবার জন্য করতে পারবা না,,,
সব সময় তারা বলে টাকা পয়সা শুধু আমার জন্য করচ করবা তোমার বাবা-মার জন্য খরচ করতে পারবে না, তারা চায় সব তাদের জন্যা বা তাদের বাবা মার জন্য টাকা পয়সা শুধু খরচ করবে,
২- খোটা দান কারীনী,, খোটা দান কারী এমন যারা কোন কিছু করলে সব সময় খোটা দেয়, কাউকে দন করে খোটা দেই, কারো কোন উপকার করে সেটার খোটা দেয়
৩- স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত করে না সারাদিন নিজের মতো চলে, স্বামীর কতার কোন মুল্য নেই তাদের কাছে, স্বামী অসুস্থ হলে তারা সেবা যতনো করে না
৪- বংশের গরম দেখানো, এই সব মহিলারা কোন ভুল করলে সেটার জন্য তাদেরকে কোন কিছু বললে তারা তাদের বাবার বংশের গরম দেখায়, তারা বলবে আমার বাবা ওমিক আমাকে কিছু বলে দেখো কি করি তোমার, ইত্যাদি বিষয়ে গরম দেখায় তারা,,
৫- স্বামী কিনা জিনিস অপছন্দ করা, স্বামী কোন কিছু কিনে এনে দিলে তারা পছন্দ করে না তারা৷ বললে আমি বাজারে গিয়ে কিনে নেব, আমার তোমার কেনা জিনিস আমার পছন্দ হয় না,
৬- বেশি কথা বলা স্বামী কে,, এরা সব সময় বাচাল হয় সব সময় বেশি কতা বলে তারা৷ অন্যার দোষ খুজে বেড়ায়
নিজের দোষ খুজে না, তারা তাদের স্বামী কে বলে ওমক বাড়ি গাড়ি করে নিলো তুমি কি করলে, আমার এটা চাই ওটা চায় ইত্যাদি
৭- স্বামীর সাথে তর্ক করা এবং গায়ে হাত তোলে
এরা সব সময় স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামী র সাথে ঝামেলা করে , স্বামী কোন কিছু নিষেধ করলে সেটা৷ অমান্য করে চলে তারা,, এবং স্বামী র গায়ে হত তোলে
অনেক ভালো
ReplyDelete