| ঈসানবীকে মাছীহ- নামকরণের কারণঃ
মাছীহ শব্দের অর্থ- যিনি মুছে দেন বা যিনি অধিক ভ্রমণ করেন। • যে কোন রােগীকে মুছে দেয়া মাত্রই রােগী সম্পূর্ণ আরােগ্য হয়ে যেত।
• যাকারিয়া আ. তাকে স্পর্শ করে দিয়েছিলেন। • কেউ বলেন- তিনি বিশ্ব ভ্রমণ করেছিলেন। •
কেউ বলেন- অধিক সত্যবাদী হওয়ায় উনাকে মাছীহ বলা হত।
প্রশ্নঃ ঈসানবীর জীবিত থাকা এবং অন্যান্য নবীদের জীবিত থাকায় কি পার্থক্য?
অথচ নবী করীম সা. বলেছেন- “নবীগণ কবরে জীবিত আছেন!!"
উত্তরঃ ঈসানবী সশরীরে আত্মাসহ আসমানে উখিত হয়েছেন। এখনাে আসমানেই আছেন। মৃত্যুবরণ করেননি। আর অন্যান্য নবীগণ মৃত্যু আস্বাদন করে বরযখী জীবনে চলে গেছেন। প্রত্যেক নবী-ই কবর-জগতে এক বিশেষ জীবন লাভ করেন।
No comments:
Post a Comment