নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম কে দরজার এর গতি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন বাতাসে তাড়িত মেঘমালা ন্যয় (মুসলিম)
দারজাল বিশ্বের প্রতিটি শহরে
প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছবে নবী করীম সাল্লাহু সাল্লাম বলেন দিনের দুরবস্থা এবং চরম মূর্খতা যুগে দারজেল আত্মপ্রকাশ করবে।
পৃথিবীতে তার অবস্থান মেয়াদ হবে 40 দিন প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিনে এক সপ্তাহ এবং অবশিষ্ট 37 দিন দিন গুলো স্বাভাবিক দিনের মতো হবে।
দুই কানের মাঝে 40 গজ এর ব্যবধান গাধার সাথে মানুষের মানুষের কাছে এসে সে বলবে আমি তোমাদের পালনকর্তা।
অথচ আল্লাহ কানার নন তাঁর দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে শিক্ষিত-অশিক্ষিত সকল মুমিন সেটি পড়তে পারবে।
মক্কা-মদিনা ছাড়া প্রতিটি শহরে প্রান্তর এসে পৌঁছবে মক্কা-মদিনা প্রতিটি দরজা আল্লাহ পাক সময়ে উপযুক্ত করবেন (মুসনাদে আহমদ)
যে সকল স্থানের দরজালের আগমন ঘটবে****
আনাস রাঃ থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন মক্কা-মদিনা ব্যতীত পৃথিবীর এমন কোন শহরে যেখানে দারজাল গিয়ে পৌঁছবে না (বুখারী মুসলিম)
অপর বর্ণনায় মদিনার দরজায় সবসময় ফেরেশতা নিযুক্ত থাকে এবং মদীনা প্রবেশ করতে পারে না।
মদিনার উদ্দেশ্যে পূর্ব দিক থেকে দাজ্জালের অবস্থান নেবে উহুদ পর্বতের চূড়ায় উঠে মসজিদের দিকে তাকিয়ে অনুসারীদের বলবে।
তোমরা কি দেখতে পাচ্ছো অর্থাৎ মসজিদে নববী ফেরেশতারা তার চেহারার দিকে ঘুরিয়ে দেবেন সেখানে তার বিনাশ ঘটবে( মুসলিম)
No comments:
Post a Comment