শেষ জমানায় ফেতনা আধিক্য ঘটবে অন্যায়-অত্যাচার মানুষের স্বভাবে পরিণত হবে দুর্বল সবলকে গ্রাস করে নেবে,
সমাজে অনিষ্ট ব্যাক্তিদের কর্তৃত্ব থাকবে। এইতো দোস্ত মুমিনগণ প্রভাবের নতুন ছবির আশায় বুক বেধে থাকবেন। যা জুলুম-অত্যাচার সকল আঁধারকে ভেদ করে প্রতিটি মুসলিমের ঘরে গিয়ে পৌঁছবে।
মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইমাম মাহদীর মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের একতা পুনরায় ফিরিয়ে দেবেন। আবারো মুসলমান এক কালেমার পতাকা তুলে জড়ো হয়ে বিশ্ব শক্তির বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে।
বিশ্বজুড়ে ইসলামের জয়গান বেজে উঠবে নাম ও পরিচিতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানী বংশ পরস্পরায় হাসান বিন আলী রাদিয়াল্লাহু তালা পর্যন্ত পৌঁছাবে।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা থেকে বর্ণিত- নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- পৃথিবীর যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে
তবে সেই দিনটিকে আল্লাহর দীর্ঘ করে আমার পরিবার বড় একজন ব্যক্তিকে পেরন করে ছাড়বেন তার নাম আমার নাম তার পিতার নামঃ আমার পিতার নাম সাদৃশ্য হবে(তিরমিজি/ আবু দাউদ)
প্রকাশের নেপথ***
শেষ জামানায় সংঘাত যখন ব্যাপক আকার ধারণ করবে অবিচার যখন স্বভাবে রূপান্তরিত হবে ন্যায়-নিষ্ঠার সোনার হরিণে পরিণত হবে।
মুসলিম সমাজে অশ্লীলতা বেহায়াপনা ব্যভিচার ও পাপাচার বেড়ে যাবে ঠিক তখনই আল্লাহপাক একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তির আবির্ভাব ঘটাবেন।
তার হাতে আল্লাহ উম্মাতে মুহাম্মদ কে পুনঃসংশোধন করবেন আহলে সুন্নাত মুসলমানদের কাছে তিনি ইমাম মাহাদী নামে পরিচিত হবেন।
ইসলামের জন্য অর্থ সংগ্রহ করে একদল নিষ্ঠাবান মদে মুজাহিদ তার সহযোগী হবেন শত্রুদের বিরুদ্ধে একাধিক যুদ্ধে তিনি মমিন মুজাহিদদের নেতৃত্ব দেবেন বিশ্বমুসলিমের একক সেনাপতি রূপে তিনি প্রসিদ্ধ হবেন
No comments:
Post a Comment