। কোথায়.. কিভাবে.. ঈসা নবী অবতরণ করবেন
দামেস্কের পূর্বাঞ্চলে সাদা মিনারের সন্নিকটে দুজন ফেরেস্তার কাঁধে ভর করে তিনি অবতরণ করবেন।
ওয়ার্ড ও জাফরানে বর্ণিল দু-টি চাদর তাঁর গায়ে পরা থাকবে।
ইবনে কাছীর রহ. বলেন- “
প্রসিদ্ধ মত হচ্ছে, তিনি দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের কাছাকাছি স্থানে অবতরণ করবেন।
তখন নামাযের ইক্বামত হতে থাকবে, তাঁকে দেখে মুসলমান বলবে- হে আল্লাহর নবী! নামাযের ইমামতি করুন!
ঈসা নবী বলবেন- না! তুমি-ই পড়াও! ইক্বামত তােমার জন্য দেয়া হয়েছে!!"
ইবনে কাছীর রহ. আরও বলেন- "আমাদের সময় (৭৪১ হিজরী) মিনারটি সাদা পাথরে পুনর্নির্মিত হয়েছে।
পূর্বের মিনারটি খৃষ্টানদের অর্থায়নে নির্মিত ছিল। ঈসা নবীর অবতরণ-স্থল।
হিসেবে হয়ত আল্লাহ মুসলমানদের হাতে এটি নির্মাণের ফায়সালা করেছেন।”
১৯৯২ সালে সিরিয়া ভ্রমণকালে পূর্ব দামেস্কের সেই স্থানে গিয়ে সাদা মিনারটি দেখেছিলাম। পরে ছবি-ও তুলে নিয়ে এসেছি।
স্থানীয় লােকদের নিকট প্রসিদ্ধ যে, এটি-ই। শহরের প্রবেশদ্বারে সাদা মিনার
সেই সাদা মিনার যেখানে ঈসা নবী অবতরণ করবেন।
কোন মসজিদ ভিত্তিক মিনার নয়; বরং শহরের প্রবেশদ্বারে এটি নির্মিত। এলাকার অধিকাংশ বাসিন্দা- ই খৃষ্টান।
বুঝার সুবিধার্থে ছবিটি এখানে দিয়ে দিলাম। ঈসা নবী কি এখানেই অবতরণ করবেন নাকি অন্য কোথাও..!?
আল্লাহই ভাল জানেন। কারাে কারাে মতে
- দামেস্কের উমাভী জামে মসজিদের মিনারের কাছে ঈসা আ. অবতরণ করবেন।
আল্লাহ-ই ভাল জানেন..!!
নিশ্চিতভাবে কোনটি-ই বলা যায় না।
No comments:
Post a Comment