Tuesday, 18 August 2020

নবী করীম সাল্লাহু সালাম এর জামানা একটি ঘটনা

 নবী-যুগে মদিনায় এক ইহুদী পুত্র ছিল নাম ইবনে সাইয়াদ 

তার অলৌকিক কর্মকান্ডগুলো খবর শুনে নবীজি তাকে দারজাল সন্দেহ করেছিলেন 

আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত - একদা ওমর রাদিয়াল্লাহু তা'আলা কে সাথে নিয়ে সাথে  নবীজি ইবনে সাইয়াদ এর খবর নেওয়ার জন্য গমন করলেন। 

গিয়ে দেখেন সে ছোট্ট বালকের সাথে বনি মুগালার দুর্গের কাছে খেলাধুলা করছে। 

সে সময় তাদের বয়স 15 অজান্তে পেছনে গিয়ে নবীজি তার পিঠে মৃত আঘাত করলেন।

ইবনে সাহেবকে নবীজী বললেন -তুমি কি মানুষ যে আমি হলাম আল্লাহর রাসূল

ইবনে সাইয়াদ নবীজির দিকে তাকিয়ে বলল -আমি আপনাকে মূর্খদের নবী মনে করি! 

অন্তর ছুয়ে পাল্টা নবীজীকে বলতে লাগলো -আপনি কি মানেন যে আমি আল্লাহ রাসুল! 

নবীজি প্রত্যাখ্যানের সুরে বললেন -আমি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনলাম বললেন স্বপ্নেতে কি দেখিস

সে বললো -কখনো সত্যবাদীর আবার কখনো মিথ্যাবাদী দেখি

নবীজী বললেন -তোর বিষয়টিতো গড়বড় মনে হচ্ছে আছো অন্তরে তোর জন্য একটি কথা লুকিয়ে রেখেছি বলতো সেটা কি?

ইবনে সাদ বলল -ধোয়া

নবীজী বললেন -দুর হ নির্ধারিত সময়ের আগে তুই কিছুই করতে পারবি না

উত্তপ্ত পরিস্থিতি দেখে ওমর (রা) বললেন-

 হে আল্লাহর রসূল অনুমতি দেন এক্ষুনি তার মাথা নামিয়ে দেই।

নবীজি বল্লেন -সেই যদি প্রকৃত দারজাল হয় তবে তোমার নয় সে ইশা বিন  মরিয়ম এর হাতে নিহত হবে 

আর যদি দরজাল না হয় তবে আত্মহত্যা করেই বা লাভ কি মুসলিম।


No comments:

Post a Comment

ছোট ছোট আমল যা ১ মিনিটেই করা যায়

 ]_এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন_[] প্রশ্নঃ- আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী যে স...