হুজাইফা ইবনুল ইয়ামান রচনা থেকে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জলসাতে সচিত্র জান্নাত-জাহান্নাম থাকবে সুতরাং তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত এবং তার জান্নাত হবে। প্রকৃত জাহান্নাম( মুসলিম)
অপর বর্ণনায় দারজালের সাথে পানি এবং আগুন থাকবে সুতরাং তার পানে হবে প্রকৃত আগুন এবং তার আগুন হবে প্রকৃত ঠান্ডা পানি( মুসলিম বুখারী)
আরো বলেন আমি ভালো করেই জানি দারজালের সাথে একই থাকবে তার সাথে দুটি নতে দেখতে একটি সাদা পানি এবং
অপরটি জ্বলন্ত আগুনের মতো মনে হবে ও তোমরা যদি তা যাকে পেয়েছো তার আগুনে ঝাঁপ দিয়ে দাও (মুসলিম)
নবী করীম সালালের সাল্লাম বলেন তার সালে একদল লোকের সাথে লোকের কাছে এসে প্রভুত্বের দাবি করবে লোকেরা তার দাবি মেনে নিলে দারজাল
আসমানকে বৃষ্টি দিতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে যখন ফসল দিতে বলবে জমির ফসল উদ্দক্ত করবে।
তাদের গবাদিপশুর বিচরণভূমি থেকে মোটাতাজা এবং পূর্ণ হয়ে ফিরবে অন্তরের কাছে এসে প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের জন্য সমবেদনা প্রকাশ করে তখন মৌমাছির মতো রত্নভাণ্ডার বের হয়ে আসবে (মুসলিম)
দারজাল বেদুইনের কাছে এসে বলে বেদুইন আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দিই তবে আমাকে রব বলে মেনে নিতে তোমার কোন আপত্তি থাকবে।
বেদুইন বলবেন না অন্তত দুজন শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে তাকে বলবে ওহে বৎস অনুসরণ করো সে প্রভু( মুস্তাদরাক হাকেম)
দারজাল এক তরুণকে ডেকে এনে তরবারির দিয়ে দুই টুকরা করে দেবে মানুষকে বলবে ও হে লোকসকল দেখো।
আমি এই হতভাগা বান্দাকে আমি মরন দিয়েছি আবার জীবিত করে দেবো অন্তর সে মনে করবে আমি তার প্রভুর।
জীবিত হয়ে দাঁড়াবার জন্য আল্লাহ তাকে জীবিত করেছেন ।
দারজাল বলবে তোমার প্রভু কে
তরুণ বলবে আমার প্রভু আল্লাহ আর তুই হচ্ছিস আল্লাহর শত্রু দরজাল
No comments:
Post a Comment