দাজ্জালের পরিচয়ঃ
দাজ্জাল মানব জাতিরই একজন হবে। নবী
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার পরিচয়
বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ
তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার
ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী (সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম) তার যে সমস্ত পরিচয় উল্লেখ
করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল
অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্টের
অধিকারী হবে। জাহেল-মূর্খ ও হতভাগ্য ব্যতীত
কেউ দাজ্জালের ধোকায় পড়বেনা।
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক
গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেনঃ
দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ, তার একটা মাএ চোখ হবে, এবং তার কপালে দাজ্জাল লিখা তাকবে, এটা মুমিন ব্যাক্তিরা সুস্পষ্টভাবে পড়তে পারবে,, দাজ্জাল ৪০ দিন বেচে তাকবে এবং এই ৪০ দিনে সমস্তপৃথিবীতে ভমন করবে সে
Nice next
ReplyDelete