দারজালের মৃত্যু পর ইসা আঃ এর মৃত্যু সকল বৃহৎ নিদর্শন প্রকাশের পর
কেয়ামত অতি সন্নিকটে মুমিনদেরকে কিয়ামত ভয়াবহ শাস্তি থেকে রক্ষার জন্য আল্লাহপাক একপ্রকার সুবস্ক্রিবে করবেন
সাথে সাথে সকল মুমিন শান্তিদায়ক মৃত্যুর কোলে ঢলে পড়বে অন্তপুর সর্বনিকৃষ্ট ব্যক্তিদের ওপর মহাপ্রলয় আবর্তিত হবে
নবী করীম সা বলেন একদা নুরুল ইসলাম দাজ্জাল ও তৎপরবর্তী নির্দেশ বলে আলোচনা করলেন অতঃপর আল্লাহ এক প্রকার সুভাষ প্রেরণ করবেন
তাতে সকল মুমিনের রুহ কবজ করে নেবে অন্ত পৃথিবীতে শুধু সর্বনিকৃষ্ট পথে-ঘাটে ব্যভিচারের অভ্যান্তরে লোকেরা বেঁচে থাকবে তাদের উপরে অবস্থিত হবে (বুখারী -মুসলিম)
আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত নবী করীম সাঃ বলেন অন্তরের দিক থেকে আলোয় প্রকাশিত হবে অণু পরিমাণ ঈমান ব্যক্তিকে প্রাণ প্রাণ কেড়ে নেবে
তোমাদের কেউ যদি সেদিন পাহাড়ের গুহায় অবস্থান করে তবে শীতে কেন তাদের খুঁজে বের করে ঢুকে পড়ে নেবে (মুসলিম)
No comments:
Post a Comment