ইমাম মাহাদির বৈশিষ্ট্য***
আবু সাঈদ রাদিআল্লাহু তা'য়ালা থেকে বর্ণিত -
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহাদী আমার বংশধর উজ্জ্বল ললাট নত নাশিকা বিশিষ্ট ন্যায়-নিষ্ঠার পৃথিবী ভরে দেবে ঠিক যেমন ইতিপূর্বে অত্যাচার আবির্ভাব বেড়ে গিয়েছিল সাত বছর রাজত্ব করবেন।
হাসান বংশী হওয়ার রহস্য***
পিতা আলী রাদিয়াল্লাহু তা'আলা এর শাহাদাতের পর হাসান রাদিয়াল্লাহু তা'আলা যখন খোলিফা হয় তখন মুসলিম বিশ্বের খলিফা দুজন হয়ে গিয়েছিল
১- ইরাকে হাসান রাধে হতা আলা
২- সাম ও আশপাশের এলাকাগুলোতে মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদি আল্লাহ তালা 6 মাস শাসন কার্য পরিচালনার পর প্রথম
কোন উদ্দেশ্যে ছাড়া ই হাসান রাজি আল্লাহ তালা সম্পূর্ণ খিলাফাত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা'আলা কে দিয়েছিলেন যাতে এক শাসকের অধীনে মুসলিম
একতাবদ্ধ হয়ে যায় মুমিনদের পারস্পরিক রক্তপাত বন্ধ হয়ে যায় হাদিসে আছে
(আল্লাহর জন্য যে ব্যক্তি কোনকিছু ত্যাগ করল আল্লাহ তাকে এবং তার বংশধর এর চেয়ে উত্তম বস্তু দান করবেন)
ইমাম মাহাদির রাজত্বকাল***
সাত বছর তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন ন্যায়-নিষ্ঠার পৃথিবী ভরে দেবেন
ঠিক যেমন পূর্বে অন্যায়-অবিচার ভরে গিয়েছিল কার রাজত্বকালে মুসলিম বিশ্ব সুখ-স্বাচ্ছন্দ পূর্ণ হয়ে উঠবে
ভূপৃষ্ঠে সফল করছি তখনই সংবাদ প্রকাশ করে দেবে আকাশ ফসল ভরা বৃষ্টি বর্ষণ করবে বে হিসাবি মানুষের মাঝে তিনি ধন সম্পদ বণ্টন করবেন
No comments:
Post a Comment