*সিজদার দোয়া সমূহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন যখন তোমাদের কেহ রুকুতে যায় তখন সে যেন তার রুকুতে তিনবার বলে সুবহানা রাব্বিয়াল আজিম অর্থ আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি সে যদি এরূপ করে তাহলে তার রুকু পুরা হল আর যখন তোমাদের কেহ সেজদা করে তখন সে যেন তার সিজদায় তিনবার বলে সুবহানা রাব্বিয়াল আলা অর্থ আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি যদি সে এরূপ করে তাহলে তার শেষ ধাপ পূরণ হলো আর এটি হলো ন্যূনতম সংখ্যা( তিরমিজি 261 মুসলিম 684)
রুকু সিজদায় কোরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে তোমরা তোমাদের রবের মুহূর্ত বর্ণনা করবে এবং সিজদায় অধিক পর কোন দোয়া পাঠ করবে সেজদায় তোমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত স্থান (মুসলিম 956)
*দুই সিজদার মাঝে বসা এবং দোয়া পাঠ
বারা (রা) বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা রুকু এবং দুই সিজদার মাঝে বসা প্রায় সমান হতো বুখারী 779 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে বলতেন -আল্লাহুম্মা মাগফিরিলি ওয়ার হামনি ওজবুরুনি ওয়াহদীনি ওয়া আফিনী ওয়ারযুকনী।
অর্থ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো আমার অবস্থা সংশোধন করো আমাকে সৎপথ প্রদর্শন করো আমাকে সুস্থতা দান কর ওকে রোজি দানকা (তিরমিজি 284)
*সালাতের মধ্যে ইমামে পূর্বে রুকু সেজদা ও সালাম ফিরানো প্রসঙ্গ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদের ইমাম সুতরাং রুকু সিজদা সালাম ফিরানোর ক্ষেত্রে আমার আগে করোনা( মুসলিম 840)
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে তখন সে কি ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথা গাধার ন্যায় পরিণত করে দিবেন কিংবা তার আকৃতি গাধা আকৃতি করে দিবেন (বুখারী 656 -মুসলিম 847- তিরমিজি 582 -ইবনে মাযা 961)
No comments:
Post a Comment