যেমন ছিলেন আমাদের প্রিয় নবী - রাসুল (সঃ)💜
১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্রহাসি হাসতেন না
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি শতবার ক্ষমা প্রাথনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেএ ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরন করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃনা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহন করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহ কে স্মরণ করতেন।
/ শরীয়ত বিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামত কে কদর করতেন।
/ খাদ্য দ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
/ ক্ষমা কে পছন্দ করতেন।
/ সর্বদা ধৈর্য্য ধারন করতেন।
রাসুল (সা.) এর গুনাবলী বর্ননা করে শেষ করা যাবে না।
/ তিনি আল্লাহ কে সব সময় ভয় করতেন
/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
/ কেউ কথা বলতে বসলে সে ব্যাক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
/ কথা বলার সময় সুস্পষ্ট ভাবে বলতেন যাতে শ্রবনকারী সহজেই বুঝে নিতে পারে।
/ কথা, কাজ ও লেন- দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
/ নম্রতা কে পছন্দ করতেন।
/ তার নিকট আগত ব্যাক্তিদের অবহেলা করতেন না।
/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
/ শরীয়ত বিরোধী কথা হলে তা থেকে
#আল্লাহ তায়ালা আমাদের কে নবী (সা.) এর চরিত্রে চরিএবান হওয়ার #তাওফীক দান করুক।
সবাইকে হেদায়ত দান করুক।
আমিন💜....
....
... ভালো-লাগলে
ফ্রেন্ড রিকোষ্ট পাঠাতে পারেন
আর যারা ইসলামিক গল্প বা পোষ্ট পরতে ভালোবাসেন তাদের কে আমার এই সাইটি তে ইসলামিক পোষ্ট করা আছে ভিজিট করার আমন্ত্রন রইল
ধন্যবদ
No comments:
Post a Comment