আবু সাঈদ রাতের বেলা থেকে বর্ণিত নবী করীম সাল্লাহু সাল্লাম বলেন
ঐ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিয়ে তোকে কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না চতুষ্পদ জন্তু চাবুকের অগ্রভাগ এবং জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে
বাড়িতে পরিবারে কি করছ সেদিন মানুষকে এর সংবাদ দেবে (তিরমিজি)
নিদর্শনগুলো এখন পর্যন্ত অপ্রকাশিত
চতুষ্পদ জন্তুর সাথে কথা বলার ঘটনা ঘটেছিল এবং তিনি বলেন মদিনার পাসের এক লোক বেড়া চরাচ্ছিলেন হঠাত শিয়ালের ওপর অতর্কিত আক্রমন করে একটি ছাগল ছানা ধরে
বহু চেষ্টা করে সে সিয়াল এর হাত থেকে ছুটিয়ে নেই বেদুইন শিয়ালকে অনেক গালমন্দ করতে থাকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে আরেক স্থানে এসে লেজ বিছিয়ে বসে
বলতে তাকে আল্লাহর দেয়া রিযিক তুমি আমার মুখ থেকে কেড়ে নিয়েছো বেদুইন বলে কি আশ্চর্য কথা বলছে
শেয়াল বলল এরচেয়ে আশ্চর্য৷ সংবাদ আমার কাছে আছে
বেদুইন জিজ্ঞেস করলে কি সেটা শেয়ার করলে উপত্যাকার মধ্যে প্রতিষ্ঠানে আল্লাহ কর্তৃক পূর্বাপর সকল সংবাদ মানুষের কাছে বর্ণনা করছেন
শিয়ালের কথা শুনে দল নিয়ে মদিনায় চলে আসলো নবীজির ঘরের দরজার সজোরে আঘাত করতে লাগলো তখন নামাজে ছিলেন এবং আমার জন্য ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন
রাখালের কথা ছাড়িয়ে গেলে তাকে বলল যা শুনেছো সবার কাছে বর্ণনা করেন
শিয়ালের কাহিনী শোনালেন কিয়ামতের নিদর্শন প্রকাশ পাবে ততোখন কেয়ামত সংঘটিত হবে না
যতক্ষণ না মানুষ তার ঘর থেকে বের হবে জুতার ফিতা চাবুক লাঠি তাকে সংবাদ দেবে যে তার ঘরে তার অনুপস্থিতিতে পরিবার কি করছে
No comments:
Post a Comment