আরব জাতির রাস ***
উম্মে শারিফ থেকে বর্ণিত তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে বলতে শুনেছে দারজালের ভয় মানুষ দূর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে।
জিজ্ঞেস করলাম আরব জাতি সেদিন কোথায় থাকবে আল্লাহর রাসূল নবীজী বললেন তারা তো সেদিন যৎসামান্য।
বিশ্বযুদ্ধ এবং কনস্টেবল বিজয় ***
মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সল্লালাহ সাল্লাম বলেন জেরুজালেমে স্থাপিত গড়ে ওঠা।
মদিনা বিনাশের নিদর্শন মদিনার বিশ্বযুদ্ধের সূচনা বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্টেবল বিজয়।
কনস্টেবল বিজয় মানে দাজ্জালের আত্মপ্রকাশ (আবু দাউদ, তিরমিজি)
বৃষ্টি এবং ফসল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া**
দারজালের প্রকাশ পূর্বে তিনটি তিনটি বছর মহাদুর্ভিক্ষ পূর্ণ হবে
আবু উমামা বাহিনীরা দল থেকে বর্ণিত -
নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন দাজ্জালের পূর্বে তিনটি মহাদুর্ভিক্ষ বছর অতিবাহিত হবে প্রাথমিক সকল খাদ্য পোখরান ধ্বংস হয়ে গেলে মানুষ প্রচন্ড খাদ্য অভাবে পড়ে যাবে।
প্রথম বছর আল্লাহ আসমান কে এক-তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে এক-তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেয়ার আদেশ দেবেন।
দ্বিতীয় বছর আসমানকে দুই-তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে দুই-তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেয়ার আদেশ করবেন।
তৃতীয় বছর আল্লাহপাক আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ বন্ধ করে দেয়ার আদেশ করবেন বৃষ্টি বর্ষিত হবে না একটি সংস্কৃত হবে না।
আল্লাহ ছাড়া সকল বস্তু ধ্বংসের মুখে পড়েন শেষ হয়ে যাবে অর্থাৎ গাছপালা এবং নিশ্চিহ্ন হয়ে যাবে সেদিন তাহলে আমানুষ কি খেয়ে জীবন ধারণ করবে।
আল্লাহর রসূল উত্তর প্রশ্নের উত্তরের নবীজী বলেন তাকবীর আল্লাহু আকবার পাঠ এবং আহমেদ আলহামদুলিল্লাহ পাঠ করলে পাকস্তলিতে খাদ্য দিয়ে দেবেন ( ইবনে মাজাহ)
No comments:
Post a Comment