১ম আকাঙ্ক্ষাঃ
তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে। তাই তারা আল্লাহ তা'আলাকে বলবেঃ
رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُون
"হে আমাদের প্রতিপালক! আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নাও। আমরা যদি আবারও কুফরী করি তাহলে আমরা জালেম বলে গণ্য হবো।
তখন তিনি তাদেরকে বলবেনঃ َ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُون "তোমরা এখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে কোন কথা বলিও না"।
এই প্রত্যাশা থেকে নিরাশ হওয়ার পর তারা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে তাদের বের হওয়ার আর কোন পন্থা নেই। তখন তারা দ্বিতীয় আশাটি করবে।
২য় আকাঙ্ক্ষাঃ
وَ نَادٰۤی اَصۡحٰبُ النَّارِ اَصۡحٰبَ الۡجَنَّۃِ اَنۡ اَفِیۡضُوۡا عَلَیۡنَا مِنَ الۡمَآءِ اَوۡ مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ ؕ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ حَرَّمَہُمَا عَلَی الۡکٰفِرِیۡنَ
আর জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, “আমাদের ওপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদেরকে যে জীবিকা (খাদ্য) দান করেছেন তার কিছু অংশ আমাদের দিকে দাও।” তারা বলবে, “আল্লাহ তো (আজ) এ দুটোই কাফেরদের জন্য হারাম করেছেন।
কেন হারাম করা হলো? তারা কি করতো??
তারা তো সেইসব লোক (الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا ) যারা তাদের দ্বীনকে বিনোদন ও খেলার বস্তু হিসেবে গ্রহণ করেছিল।
এবং (وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا) ۚ দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছিল।
৩য় আকাঙ্ক্ষাঃ
আশ্চর্য এক আকাঙ্ক্ষা! শুনলেই শরীরের লোম খাড়া হয়ে যায়! আর তা হচ্ছে অন্তত একদিনের শাস্তি থেকে বাঁচতে চাওয়া।
وَقَالَ الَّذِينَ فِي النَّار لِخَزَنَةِ جَهَنَّم اُدْعُوَا رَبّكُمْ يُخَفِّف عَنَّا يَوْمًا مِنْ الْعَذَاب
"যারা আগুনের মধ্যে থাকবে তারা জাহান্নামের প্রহরীদেরকে ডেকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট একটু দোয়া করো, তিনি যেন আমাদের থেকে (অন্তত) একদিনের শাস্তি কমিয়ে দেন"!!!
তখন জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবেঃ
(ولم تك تأتيكم رسلكم بالبينات)...
"তোমাদের রাসূলগণ কি তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিয়ে আগমন করেননি? (قالوا بلى).... তারা বলবেঃ হ্যাঁ, তখন ফেরেশতারা আবারো বলবেনঃ
(فادعوا وما دعاء الكافرين إلا في ضلال)
তাহলে তোমরা ডাকতে থাকো আর কাফেরদের দোয়া ব্যর্থই হবে। তারপর তারা চতুর্থ আকাঙ্ক্ষাটি করবে জান্নাতীদের থেকে।
৪থ আকাঙ্ক্ষাঃ
তারা জাহান্নামের দাড়োয়ান মালিকের কাছে আবেদন জানাবে তিনি যেন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন।
আল্লাহ তা'আলা বলেনঃ وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ তারা (জাহান্নামীরা) ডাকবে, হে মালেক (জাহান্নামে দাড়োয়ান) তোমার পালনকর্তা যেন আমাদের জন্য একটা ফয়সালা করেন।
অর্থাৎ আজাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা মরতে চাইবে। তখন তিনি বলবেনঃ (َ إِنَّكُم مَّاكِثُونَ) তোমরা এখানেই অবস্থান করবে।
আমাদের সবাইকে জাহান্নম থেকে মুক্তি দেয় যেন আল্লাহ ,, আমিন
No comments:
Post a Comment