Tuesday, 18 August 2020

দাজ্জাল

 কে এই দাজ্জাল***

সে আদম সন্তানের একজন মুমিনদের জন্য পরীক্ষার জন্য আল্লাহপাক তাকে অলৌকিক কিছু বৈশিষ্ট্য দেবেন।

তার দৈহিক দয়াকরে চরিত্রগত গুণাবলী বর্ণনা করে নবী করীম সাল্লাল্লাহু কে তার থেকে বেঁচে থাকার আদেশ করেছেন।

মশিউর দরজার নামকরণ***

আরবি মসীহ শব্দের অর্থ বিকৃতি করে দেয়া হয়েছে মুছে দেয়া হয়েছে এবং তার বাম চোখ কটি বিকৃতি ও মসজিদে হবে

 কানা সবকিছুই এক চোখে দেখবে অনেক বলেছেন যে সব সঠিক শব্দটি আসলে মাসীহ আরবিতে (মিম, সিন, হা,-) 

শব্দের আদি অর্থ হচ্ছে ঘুরাফেরা করা ভ্রমণ করা হিসেবে অনেকেই বলেছেন যে দাজ্জাল যেহেতু সারা বিশ্ব ভ্রমণ করবে তাই তাকে বলা হয়ে থাকে 

কেউ কেউ বলেছেন যে তার চেহারায় এক পাশের ভ্রু ও চক্ষু বিহীন হবে অপরদিকে দারজাল 

 আরবি শব্দের দাজ্জাল থেকে যার অর্থ সত্য ঢেকে দেওয়া ছন্দ আবরণে লুকিয়ে রাখা প্রতারিত করা মিথ্যা বলা ইত্যাদি তর্জান শব্দের প্রতিশব্দ হচ্ছে মহা মিথ্যুক।

দারজাল কিসের দাবি করবে***

মহা দুর্ভিক্ষের কালে দারজাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে আমি হচ্ছি সমস্ত জগতের পালনকর্তা হে লোক সকল তোমরা আমার প্রতি ঈমান আনো 

আমি তোমাদের খাদ্য ও পানীয় দেবো সম্পাদক দেবো নবী করিম সঃ ইসলামের বলেছেন 

স্মরণযোগ্য দারজাল কিন্তু এক চোখ কানা হবে আর তোমাদের পালনকর্তা কানন (বুখারী)


No comments:

Post a Comment

ছোট ছোট আমল যা ১ মিনিটেই করা যায়

 ]_এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন_[] প্রশ্নঃ- আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী যে স...