ইমাম মাহাদির প্রকাশস্থল***
প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন।
একা নয় প্রাচ্যের একজন নিষ্ঠাবান মুজাহিদ ও তার সাথে থাকবেন।
দিনের ঝান্ডা বুকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে।
মুসলিম বিশ্বে অধিক সংঘাত কালে তিনি খলিফা সন্তান কাবাঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে।
কেউ সফল হবে না তখনই মক্কা ইমাম মাহদীর আবির্ভাব হবে দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে।
সকলে কাবা ঘরের সামনে তার হাতে বায়াত গ্রহণ করবে।
সাওবান রাদিআল্লাহু তা'য়ালা থেকে বর্ণিত- নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমাদের রত্নভাণ্ডারের কাছে তিনজন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে
কেউই দখলের সফল হবে না প্রাচ্য থেকে তখন একদল কালো জামদানি বাহিরে লোকের আবির্ভাব হবে।
তারা এসে তোমাদেরকে নির্বিচারে হত্যা করবে সাবান বলে অন্তপ্রাণ নবীজি কি যেন বললেন আমরা আমার ঠিক স্মরণ নেই
নবীজী বলেন যখন তোমরা তা দেখতে পাবে তখন তার কাছে এসে বায়াত হয়ে যেও যদিও তা করতে তোমাদের হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয়।
আরো যে সকল হাদীস মহাদেব প্রতিপক্ষ ইঙ্গিত করে***
জাবের (রাঃ)থেকে বর্ণিত -নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন
অচিরেই খাদ্য দ্রব্য ও রৌপ্য মুদ্রা সরবরাহ নিষেধাজ্ঞা জারি করা হবে।
আমরা বললাম কাদের পক্ষ থেকে এরকম করা হবে উত্তরে বললেন অনারব অন্তপর বললেন অচিরেই সমাজের কাছে খাদ্যদ্রব্য ও স্বর্ণমুদ্রা সরবরাহের নিষেধাজ্ঞা জারি করা হবে।
কাদের পক্ষ থেকে করা হবে প্রশ্নের উত্তরে বললেন -রোমান খ্রিষ্টান কিছুক্ষণ চুপ থেকে বললেন আমার।
শেষ উম্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে বেহিসাব মানুষের মাঝে সে সম্পদ বিলি করবে।
উম্মুল মুমিনীন আয়েশা রা জেলা থেকে বর্ণিত এভিতার নবী করিম সল্লালাহ সাল্লাম এর অবস্থায় কেমন যেন করছিলেন
জাগ্রত হওয়ার পর জিজ্ঞেস করলাম এমন করছিলেন কেন হে আল্লাহর রাসূল বললেন খুবই আশ্চর্যের বিষয় আমার উম্মতের কিছু লোক কাবা ঘরে আশ্রিত ক্রস ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে রওনা হবে বাইরে প্রান্তরে পৌঁছামাত্র সবাইকে মাটির নিচে ধ্বসে দেওয়া হবে
আমরা বললাম পথে তো অনেক মানুষের সমাগম থাকে দর্শক অপারগ এবং পথিক সকলকে একত্রিত হতে দেয়া হবে তবে অন্তরিক সহজে আল্লাহ পাক তাদের পুনরুত্থান করবেন
অর্থাৎ মাহাদী কে হত্যা করতে আসছে নামধারী মুসলিম বাহিনীকে আল বায়দা প্রান্তরে ধ্বসে দেবেন।
তবে রোজ হাসরের নিয়ত অনুযায়ী সবাইকে উঠানো হবে সৎ নিয়তে দরুন কেউ জান্নাতে যাবে অসৎ নিয়তে কেউ জাহান্নামে যাবে
জাবের রাঃ থেকে বর্ণিত -নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমার উম্মতের একদল মুজাহিদ কেয়ামত পর্যন্ত শত্রুদের উপর বিজয়ী থাকবে
এ পর্যায়ে মরিয়ম ও ঈসা আসমান হতে অবতরণ করলে তাদের সেনাপতি বলবে আসর নামাজের ইমামতি করেন,
না তোমাদের তোমাদের একজন অপরজনের নেতা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এ এক বিরাট সম্মান।
উল্লেখ্য মাহাদির পেছনে ঈসা আলাই সালাম নামাজ পড়ছেন বলে মাহাদির শেষ হয়ে যায়নি মৃত্যুর পূর্বমূহুর্তে
নবী করীম সাল্লাহু সাল্লাম ও আবু বকর রাঃ পিছনে নামাজ পড়েছেন
আব্দুর রহমান বিন এর পেছনে নামাজ পড়ছেন একজন সদস্যের পেছনে নামাজ আদায়ের মাধ্যমে বোঝাতে চেয়েছেন
যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের অনুসারী হিসেবে তিনি পৃথিবীতে এসেছে নবী হিসেবে নয়
নামাজ সেনাপতির দায়িত্ব নেবেন আর একজন সদস্য হয়ে যাবেন।
No comments:
Post a Comment