Saturday, 15 August 2020

আসেন জেনে নিই কোন ৪ টি সুন্নত সব নবী রসুলদের মধ্যছিলো

বিশ্বনবী বলেছেন ৪ টি সুন্নত সব নবীদের মধ্যেছিলো ,,, 

 ১-সব নবী রসুল সুন্নাতে খাতনা করেছেন, হযরত ইব্রাহিম (আঃ)৮২ বছর বয়সে  নিজ হাতে নিজের লজ্জা স্থানের সামনের চামড়া কেটে, সুন্নাতে খাতনা করে ছেন 

২- সব নবী রসুল  বিয়ে করেছেন, কোন কোন বননায় এসেছে ইসা (আঃ) ছাড়া সবাই করেছেন , তো ইসা (আঃ) এখনো  জিবিত আছেন আকাশে তিনি আবার নামবেন পৃথিবীতে  এবং ৪০ বছর তাখবেন,  তো এই সময় টাই তিনি বিয়ে করবেন কিনা আমরা তো জানিনা,, 

৩- মেশওয়াক করা সব নবী রসুল  মেসওয়াক করতেন, মা আয়েশা (রঃ) বলেন বিশ্ব নবী  কোন দিন ভালোবাবে মেসওয়াক না করে কোন বিবির সাথে কথা বলতেন না,, 

৪-সুগ্ধী ব্যাবহার সব নবী রসুল সুন্ধী ব্যাবহার করতেন 

বিশ্ব নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত  হতে পারে না,,

No comments:

Post a Comment

ছোট ছোট আমল যা ১ মিনিটেই করা যায়

 ]_এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন_[] প্রশ্নঃ- আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী যে স...