Tuesday, 18 August 2020

দারজালের ঘাতত ঈসা ( আঃ)

 মাজমা বিন জারারা রাঃ থেকে বর্ণিত 

নবীকরীম সঃ বলেম - 

ঈসা আঃ দাজ্জালকে লুদ শহরের প্রধান ফটকের কাছে হত্যা করবে (তিরমিজি) 

আবু হুরায়রা থেকে বর্ণিত নবী করীম সা ইসলাম বলেন মুসলমান তখন যুদ্ধের জন্য কাতারবন্দী করতে থাকবে এমন সময় ফজরের জামাত ইসলাম অবতরণ করবেন।

 অপর বর্ণনায় পূর্বপ্রান্তের সাদা রঙের চাদরে আবৃত হয়ে দুজ ফেরেসতার কাধে ভর করে অবতরণ করবেন

 মাথা নিচু করলে টপটপ পানি পড়বে আবার উচু করলে কেষ্ট দৃশ্যমান হবে 

ঈসা আঃ কাফেরদের  দিকে তাকানো মাএ কাফেরদের  শরীর পনিতে লবনের মতো গলে জাবে এবং মৃত্যুর কোলে ঢলে পড়বে


মুসলমানগন ফজরের নামাজের প্রস্তুতি নিবেন সেনাপতি ইমাম মাহাদী নামাজের ইমামতির জন্য সামনে এগিয়ে যাবেন এমন সময় ঈসা নবীর অবতরণ হবে 

ঈসা আ; কে দেখে ইমাম মাহাদী পেছন ফিরে আসতে চাইলে বলবেন তুমি নামাজ নামাজ পড়াও নামাজ শেষে বলবেন দরজা খুলে পেছনের দরজা 

এবং 70 হাজার ইহুদি অত্যাধিক রং সাজে সজ্জিত থাকবে ঈসা আঃ কে  দেখামাত্র দারজালের দলের লোকেরা পানিতে লবণের নয় গলে যাবে পালনের উদ্দেশ্যে

 ঈসা তার পিছু ধাওয়া করে এলাকায় প্রধান ফটকের কাছে তাকে পেয়ে যাবেন সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন।

 ফিরে এসে তিনি  চুরি তে লেগে থাকা দারজালের রক্ত মুসলমানদের দেখাবে 

এবং দাজ্জাল দলের লোক দেরকে  ধাওয়া করবে প্রতিটি বস্তু সেদিন মুসলমানকে বলবে 

 আমার পিছনে এক ইহুদী  আত্মগোপন করে আছে তাকো হত্য করো 

মুসলমানরা তাদেরকে হত্য করবে। 

ঈসা আঃ  মুসলমানদের কে জান্নাতের সুসংবাদ দেবেন 

আল্লাহ ঈসা আঃ কে বলবে  দুনিয়াতে জাতি প্রকাশ করতে যাচ্ছি যাদের মোকাবিলা করার শক্তি তোমার নেই সুতরাং মুমিনদেরকে নিয়ে তুমি চলে যাও

এই সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ

No comments:

Post a Comment

ছোট ছোট আমল যা ১ মিনিটেই করা যায়

 ]_এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন_[] প্রশ্নঃ- আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী যে স...