Sunday, 16 August 2020

জেনে নিন যে সুরা পাঠ করলে কোন দিন উপবাস তাকবেন না,,এবং যে সুরা পাঠ করলে কবরে আজাব হবে না৷

 যে ব্যাক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো উপবাস থাকবে না,, 

হযরত আব্দুললা ইবনে মাসউদ(রা) বলেন রাসুলুল্লাহ সাঃ আঃ বলেছেন 

যে ব্যাক্তি প্রতিরাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্যতা স্পর্শ করবে না। হযরত ইবনে মাসউদ(  রা)  তার মেয়েদের কে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করার আদেশ করতেন,,

সুরা মুলক যে ব্যাক্তি  প্রতিরাতে তেলাওয়াত করবে তার কবরে আাজাব হবে না,,, 

আবার সুরা মুলক এর তিলাওয়াত কারীকে যতখন  না জান্নাতে না দিবে আল্লাহ  ততখন এ সুরা আল্লাহর সাতে তর্ক করবেন,, এজন্য  বিশ্ব নবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার মধ্য  সুরা মুলক  থাক

No comments:

Post a Comment

ছোট ছোট আমল যা ১ মিনিটেই করা যায়

 ]_এক মিনিটে আপনি কি কি আমল করতে পারেন_[] প্রশ্নঃ- আমরা অফিসে বা কর্মস্থলে ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। অফিসের পর বাকী যে স...